রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

চাঁদাবাজদের দমন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, দুর্নীতি ও সন্ত্রাস আজ ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে বরং নানা সময় দলীয় স্বার্থে তাদের প্রশ্রয় দিয়ে আসছে। ব্যবসায়ী সমাজ আজ নিরাপত্তাহীন, সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। চাঁদাবাজদের হাতে কেউ নিরাপদ নয়।

শুক্রবার (১১ জুলাই) সম্প্রতি রাজধানীর পুরান ঢাকায় এক সাধারণ ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে রাতে চট্টগ্রামের দেওয়ানহাটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন দেশের মানুষ শান্তিতে বসবাস তো দূরের কথা চাঁদা না দিলে ধর্ষণ থেকে শুরু করে হত্যাকান্ড পর্যন্ত কোন কিছুই বাদ রাখেনি বিএনপি। আমরা সংকিত বিএনপির অপরাজনীতি ও চাঁদাবাজি নিয়ে। দেশব্যাপী অরাজকতা আর মেনে নিতে পারছিনা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী যুবআন্দোলনের মহানগর সভাপতি আল মিজান মুহাম্মাদ নোহেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ শাহজাহান প্রমূখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দেওয়ানহাট থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img