শনিবার | ১২ জুলাই | ২০২৫

জামিয়া ইসলামিয়া পটিয়া ঢাকা শাখার উদ্বোধন অনুষ্ঠিত

spot_imgspot_img

দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার ঢাকা শাখার () উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২জুলাই) উত্তরা আজিমপুর কাঁচাবাজার সংলগ্ন মাদরাসার নিজস্ব জায়গায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমী নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া পটিয়ার সদরে মুহতামিম ও মুফতী আহমদুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আবদুল্লাহ চন্দ্রদিঘলিয়া গোপালগঞ্জ, বগুড়া কারবাল মাদরাসার মুহতামিম মাওলানা ফজলুল করিম রাজু, পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী মানজুর সিদ্দিক, মাওলানা মীর কাউসার খলিল, মাওলানা সলিম মাহদী, মাওলানা ড. আসেম হারুন, মাওলানা শিহাব উদ্দীন, মাওলানা এমদাদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে মুফতী আহমদুল্লাহ ও মাওলানা আবু তাহের কাসেমী নদভী বহুতল ভবনের ভিত্তি স্থাপন করেন ও মুফতী আহমদুল্লাহ এর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্ত ঘোষণা করা হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img