ইরান-ইসরাইল চলমান অস্থিতিশীলতার মধ্যেই গতকাল (রবিবার) মধ্যপ্রাচ্যে একটি সাবমেরিন স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাইডেড মিসাইল সমৃদ্ধ এই সাবমেরিনটি স্থাপনের মূল উদ্দেশ্য, ইসরাইলকে শত্রু দেশ থেকে রক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা।
রবিবার (১২ আগষ্ট) ইসরাইলি কর্তৃপক্ষের সাথে একটি বৈঠকের পর, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জেমস অস্টিনের নির্দেশে সাবমেরিনটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
প্রসঙ্গত, বর্তমানে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জিয়া নামক একটি পারমাণবিক সাবমেরিন উপস্থিত রয়েছে। এটি গত জুলাই মাসে স্থাপন করা হয়।
পেন্টাগনের পোস্টে বলা হয়েছে, “ইসরাইলকে রক্ষার জন্য সম্ভাব্য প্রতিটি পদক্ষেপ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র বলে বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন লয়েড অস্টিন। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আলোকে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সেনাবাহিনীকে শক্তিশালী করারও নির্দেশ দিয়েছেন তিনি।”
এ বিষয়ে মার্কিন সেনাবাহিনী বলছে, “ঘোষণা করে মধ্যপ্রাচ্ছে সাবমেরিন পাঠানোর বিষয়টি একটি বিরল পদক্ষেপ।”
উল্লেখ্য, ইসরাইলি আক্রমণ আরো জোরদার করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও নৌ বাহিনীর আরো যুদ্ধজাহাজ পাঠানো হবে বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন।
সূত্র: মিডল ইস্ট মনিটর











