চট্টগ্রাম থেকে প্রকাশিত দ্বিমাসিক পত্রিকা আলোর প্রভাত ও সেবামূলক সংগঠন আল হিদায়া ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২আগষ্ট) চট্টগ্রাম কাজির ডেইড়িতে অবস্থিত আলোর প্রভাতের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক মিটিংয়ে এই কমিটি গঠন করা হয়।
মিটিংয়ে বিগত সেশনের কাজের গতি আলোচনা ও পর্যালোচনা করে কাজকে আরো গতিশীল করার লক্ষে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা আরিফুল্লাহ শাহীকে চেয়ারম্যান, মাওলানা মাসরুরুল হককে সচিব ও নির্বাহী সম্পাদক এবং জিল্লুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, মুফতঈ তাওহীদুল্লাহ আমিন (সাহিত্য সম্পাদক), মাওলানা তকি উসমান (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক), আরমানুল হক (অর্থ সম্পাদক), আহমদ হোসাইন চাম্বলী (প্রচার সম্পাদক), আমিনুল ইসলাম (মিডিয়া সম্পাদক), আনাস বিন কালাম (সদস্য), দুবাই প্রবাসী প্রতিনিধি হাফেজ মাওলানা আহমদ রশীদ, হাফেজ কারী আবদুল আজিজ রিয়াদ, হাফেজ কারী খুবাইব, মুহাম্মদ নুরুল আলম (ওমান প্রবাসী প্রতিনিধি), মুহাম্মদ ফয়সাল (সৌদিয়া প্রবাসী প্রতিনিধি)।









