শনিবার | ১৩ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তানকে বদনাম করার জন্য মিথ্যা প্রতিবেদন তৈরি হচ্ছে : গোয়েন্দা প্রধান

আফগানিস্তানের গোয়েন্দা প্রধান মাওলানা আবদুল হক ওয়াসিক বলেছেন, সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের অস্থিরতা এবং এ ভূমিতে কিছু বিদেশি যোদ্ধার উপস্থিতির যে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে, তা ধ্বংসাত্মক মহলের নির্দেশে প্রস্তুত করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো আফগানিস্তানকে বদনাম করা।

আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এ ধরনের কল্পিত ও ভিত্তিহীন প্রতিবেদন তৈরি করা হচ্ছে ইমারাতে ইসলামিয়ার ক্রমবর্ধমান রাজনৈতিক ও নিরাপত্তাগত সম্পৃক্ততার বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করার জন্য।”

তিনি বলেন, এ ধরনের প্রতিবেদন তৈরি করা আসলে অঞ্চল ও বিশ্বের যৌথ নিরাপত্তাগত দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার নামান্তর।

তাঁর ভাষায়, “যদি দেশসমূহ ও আন্তর্জাতিক সংগঠনসমূহ এই ধরনের ভিত্তিহীন প্রতিবেদন তৈরি করে, তবে তা দেশগুলোর মধ্যে দূরত্ব ও অবিশ্বাস তৈরি করবে।”

ওয়াসিক এ সাক্ষাৎকারে জাতিসংঘের প্রতি আহ্বান জানান, যেন এ ধরনের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হয় এবং কাউকে অনুমতি না দেওয়া হয় যে, আন্তর্জাতিক সংস্থার মঞ্চকে প্রচারণা বা প্রোপাগান্ডার কাজে ব্যবহার করে।

মাওলানা ওয়াসিক আরও বলেন, “আমরা এ বিষয়ে যেকোনো ধরনের অনুসন্ধানকারী দলের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আছি।”

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img
spot_img

এই বিভাগের

spot_img