শুক্রবার | ১২ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইলি হুমকি সত্ত্বেও গাজ্জায় থাকার সিদ্ধান্ত জানিয়েছে ল্যাটিন চার্চ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি হুমকি সত্ত্বেও গাজ্জায় থেকে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে গাজ্জার হলি ফ্যামিলি নামক ল্যাটিন চার্চ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজ্জা গণহত্যা ও দখলের অংশ হিসেবে সকলকে সরে যাওয়ার নির্দেশ জারি করলেও নিজেদের অবস্থানে অটল থাকার সিদ্ধান্ত জানিয়েছে মৃত্যুপুরীতে পরিণত হওয়া অঞ্চলটির ল্যাটিন চার্চ, হলি ফ্যামিলি ল্যাটিন চার্চ।

বুধবার ইসরাইলের পক্ষ থেকে সকলকে সরে যাওয়ার নির্দেশনা জারি করা হলে, ভ্যাটিকানের নবনির্বাচিত পোপ, পোপ লিও চতুর্দশ গাজ্জার ল্যাটিন চার্চটির প্যারিশ পুরোহিত, ফাদার গ্যাব্রিয়েল রোমানেলির সাথে ফোনে যোগাযোগ করেন।

ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি পোপকে জানান, বর্তমানে ৪৫০ জন লোক তাদের আশ্রয়ে আছেন। কষ্ট হলেও সকলকে নিয়ে তারা ভালো আছেন। তারা গাজ্জা ছেড়ে যাবেন না।

ফাদার রোমানেলি বলেন, আমাদের সিদ্ধান্ত শুনার পর পোপ আমাদের আশীর্বাদ করেন। শান্তির জন্য প্রার্থনা করেন। তিনি সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। আরো জানিয়েছেন যে, তিনি যুদ্ধের অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফাদার রোমানেলি আরো বলেন, দুঃখ-কষ্টের মাঝেও সম্প্রতি চার্চে একটি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। একটি পুত্রশিশুরও জন্ম হয়েছে, যার নাম রাখা হয়েছে মার্কোস। এত কষ্টের মাঝেও ঈশ্বর আমাদের জীবন ও আনন্দের চিহ্ন দিয়ে আশীর্বাদ করেছেন।

শেষে তিনি বিশ্বের সকলকে গাজ্জার জন্য প্রার্থনার আহ্বান জানিয়ে বলেন, আমরা শান্তির জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি। গাজ্জার জন্য, সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য এবং পৃথিবীর জন্য। ঈশ্বর আমাদের শান্তি দান করুন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img