ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গতকাল বুধবার জরুরি সরকার গঠন করেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এছাড়া তৈরি করা হয়েছে যুদ্ধকালীন মন্ত্রীসভা। আর এই মন্ত্রীসভার প্রতিরক্ষামন্ত্রী হুমকি দিয়েছেন, হামাসকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত শনিবার (৭ অক্টোবর) দখলদার ইসরাইলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালায়। আর এমন পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও নতুন সরকার গঠন করেছে ইহুদিবাদী ইসরাইল।
হামাসের সেই চমকপ্রদ আকস্মিক হামলায় ইসরাইলে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর এ হামলার প্রতিশোধ নিতে হামাসের বিরুদ্ধে গাজায় বড় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।
প্রতিশোধ নিতে এরমধ্যে অবশ্য গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলী বাহিনী। তাদের এ বোমা হামলায় গাজায় এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন।
সূত্র: রয়টার্স











