উত্তর গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ২২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
শনিবার (১২ অক্টোবর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে জাবালিয়ায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ব্লকে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ২২ জন নিহত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জাবালিয়ার বাসিন্দাদেরকে আরও দক্ষিণের দিকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইসরাইলের সন্ত্রাসী বাহিনী।











