শুক্রবার, মে ৯, ২০২৫

মিসরে ছয় মার্কিন সেনা নিহত

spot_imgspot_img

মিসরের দক্ষিণ সিনাই উপদ্বীপে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় মার্কিন সেনাসহ আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, নিহতরা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তিরক্ষা মিশনে ছিলেন। তবে নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি। ট্রাম্প প্রশাসন বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে।

জোট বাহিনী বলছে, বিধ্বস্তের এ ঘটনা আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হচ্ছে।

এমএফও নামে পরিচিত বহুজাতিক বাহিনী ও পর্যবেক্ষকরা বলছেন, নিহত অন্যদের মধ্যে একজন ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রের শান্তিরক্ষী ছিলেন।

এই বাহিনীতে ১৩টি দেশ থেকে ৪৫০ মার্কিন সেনাসহ প্রায় এক হাজার ১৫০ জন সদস্য রয়েছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img