উত্তর জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। প্রথমে সংস্থাটি ৬.৫ মাত্রার কথা জানালেও পরে তা সংশোধন করে ৬.৭ নিশ্চিত করা হয়।
এই ভূমিকম্পের কয়েক দিন আগে একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পনে অন্তত ৫০ জন আহত হয়েছিল। ফলে এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। নতুন কম্পনের পর মানুষকে উপকূলীয় এলাকা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ এক মিটার বা তিন ফুট উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। তাই সাগরের ধারে বসবাসকারী স্থানীয়দের নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় নিয়মিতভাবে শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয়। বড় ধরনের কম্পন দেশের মানুষকে ২০১১ সালের ভয়াবহ তোহোকু ভূমিকম্প ও সুনামির স্মৃতি মনে করিয়ে দেয়।
২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্প এবং পরবর্তী বিশাল সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে চিহ্নিত। সেই ঘটনায় ২২ হাজারেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন। পাশাপাশি ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি গলে ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, যা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছিল।









