বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জা সংকট নিয়ে আলোচনা করতে আরব আমিরাত ও মিশর সফরে এরদোগান

গাজ্জা উপত্যকায় চলমান সংকট নিয়ে আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আরব আমিরাতের সফর শেষ করে আগামীকাল বুধবার মিশর সফরের উদ্দেশ্য রওনা হবেন তিনি।

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) আঙ্কারায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ বিষয়টি জানিয়েছিলেন এরদোগান।

সফরে যাওয়ার আগে এরদোগান বলেছিলেন, “এই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফরে যাচ্ছি আমরা। নিঃসন্দেহে গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বৃদ্ধির বিষয়টি এই সফরের মুল আলোচ্য বিষয় হবে।”

এরদোগান আরো বলেছিলেন, চলতি সফরে আরব আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

তিনি আরো বলেন, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে বাণিজ্য, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও অর্থনীতি নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, এর আগে গত ৭ অক্টোবরে ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় গাজ্জায় বর্বর নীতিমালা প্রয়োগের কারণে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলার বলে আখ্যা দিয়েছিলেন এরদোগান। সেই সঙ্গে প্রতিদিন নেতানিয়াহু সকল সহ্যসীমা অতিক্রম করে যাচ্ছেন বলেও মন্তব্য করেছিলেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ