ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও আমেরিকার হুমকির কাছে কাছে নতিস্বীকার করবে না বলে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের এ কঠোর অবস্থান তুলে ধরেছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম।
হাজেম কাসেম বলেন, ইসরাইল গাজ্জা যুদ্ধবিরতি চুক্তির বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে, কাজেই তেলআবিব পুরোপুরি চুক্তি মেনে না চলা পর্যন্ত আর কোনো পণবন্দি মুক্তি পাবে না।
তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা আমেরিকা বা ইসরাইলের হুমকির ভাষা মেনে নেব না।
আগামী শনিবার, ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে পণবন্দিরা মুক্তি না পেলে যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজ্জায় আবারও ভয়াবহ আগ্রাসন শুরু করার যে হুমকি দিয়েছেন তার জবাবে হামাসের এ কঠোর অবস্থান ঘোষিত হলো।









