চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ আওয়ামী হকার্সলীগের সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাদির মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১৩ মার্চ) সকালে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, সাভার পৌরসভার সরণিকা এলাকা থেকে গতকাল দিনগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশে ফুটপাতে দোকান থেকে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে কাদির মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।