সোমবার, এপ্রিল ১৪, ২০২৫

আফগানিস্তানের সকল প্রদেশে পরিপূর্ণ শরীয়া আইন বাস্তবায়নের নির্দেশ আমিরুল মুমিনীনের

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সকল প্রদেশে পরিপূর্ণ শরীয়া আইন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন হিবাতুল্লাহ আখুন্দজাদা। একই সঙ্গে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থাতেও সমানভাবে শরীয়া আইন প্রয়োগ করতে বলেছেন তিনি।

শুক্রবার (১১ এপ্রিল) আফগানিস্তানের কান্দাহারে আমিরুল মুমিনীন ও বেশ কয়েকজন প্রাদেশিক গভর্নরের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে সর্বোচ্চ নেতা বলেন, “রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পর্যায়ে পরিপূর্ণ শরীয়া আইন বাস্তবায়ন করার সময় এসেছে।”

শরীয়া আইন বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারি কর্মকর্তাদের প্রতি সর্বোচ্চ প্রচেষ্টার আহবান জানান তিনি। সেই সঙ্গে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে দেশটির দাওয়াত-ওয়াল-ইরশাদ বা পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রণালয়কে।

আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন “সম্মানিত আমিরুল মু’মিনীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইসলামি ব্যবস্থা শক্তিশালী করতে, শরীয়াহ বাস্তবায়ন করতে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের আইন প্রয়োগ করতে এবং জনগণের সেবা করতে।”

বৈঠকে নেতা জনগণের মধ্যে ঐক্যের গুরুত্ব ও বিভেদের প্রতিরোধের ওপরও জোর দিয়েছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা।

ফিতরাত আরও বলেন, “বৈঠকে জনগণকে মন্ত্রণালয়গুলোর সঙ্গে সহযোগিতা ও মন্ত্রণালয়গুলোকে জনসাধারণের সমস্যার সমাধানের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন আমিরুল মু’মিনীন। সেই সাথে আফগানিস্তানের মাটি থেকে জাতিগত বিভাজন সম্পূর্ণ দূর করারও আহ্বান জানানো হয়েছে।”

উল্লেখ্য, গত সপ্তাহে কান্দাহারে ঈদের সালাতের পর নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার গুরুত্বের উপর জোর দেন আমিরুল মু’মিনীন। তিনি বলেন, ইসলামী ব্যাবস্থা শুধুমাত্র তখনই সফলতার মুখ দেখে, যখন সকল নাগরিকের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় থাকে।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img