মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

মাগুরায় ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে শিক্ষক অলোক কুমার গ্রেপ্তার

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক অলোক কুমার মৌলিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, পুলিশ লাইন্স এলাকার একটি বাসায় ঐ ছাত্রী প্রাইভেট পড়তে গেলে সহপাঠীদের ছুটি দিয়ে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীর উপর নিপীড়ন চালান। এ বিষয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিপীড়নের শিকার শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বিদ্যালয় প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও অভিযুক্তের বিচারের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের হুমকি দিলে সদর থানায় এ বিষয়ে একটি মামলা নেওয়া হয়। ওই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে গতকাল মাগুরা শহর থেকে গ্রেপ্তার করা হয়।

নিপীড়নের শিকার মেয়েটির মা জানান, বিচার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। উপরন্তু বিভিন্ন মহলকে দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দিয়ে অপমান করা হয়েছে। ঘটনাক্রমে মেয়ের সহপাঠীরা বিষয়টি জানতে পেরে তাদের ক্ষুব্ধতা প্রকাশ করেছে। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যালয়ের শিক্ষকরা আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে মাগুরা থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

সূত্র: ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img