শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

কর্নাটকের বিধানসভা নির্বাচনে পাত্তাই পেল না বিজেপি; ৯ মুসলিম প্রার্থীর বিজয়

কর্ণাটকের বিধান সভা নির্বাচনে যেন পাত্তাই পেল না উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। বিপুলভাবে জয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস।

এবার মুসলিম প্রার্থীদের মধ্যে বিজয় লাভ করেছে ৯ জন। বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজ্যের গুলবর্গা উত্তরের প্রার্থী কানিজ ফাতিমা। এছাড়াও জয়ী হয়েছেন রামানাগার থেকে ইকবাল হুসেন, বিদার থেকে রাহিম খান, শিবাজি নগর থেকে রিজওয়ান আরশাদ, নরসিমরাজা থেকে তানভির সাইত, বেলগাঁও উত্তর থেকে আসিফ সাইত। ইউটি খাদির জয়ী হয়েছেন ম্যাঙ্গালুরু থেকে। শান্তিনগর থেকে এন এ হারিস। কামরাজ পেট থেকে জামির আহমদ খান।

জামির আহমেদ তিন বারের এমএলএ। এবার বিজেপি তাকে হারাবার জন্য ব্যাপক কৌশল হাতে নিয়েছিল। জবরদস্ত প্রার্থী ভাস্কর রাওকে মাঠে নামিয়েছিল বিজেপি। কিন্তু বিপুল ভোটে জয়ী হলেন বি জেড জামির আহমেদ। ব্যাঙ্গালুরুর কামরাজপেট বিধানসভা কেন্দ্র থেকে জামির আহমেদ হারিয়ে দিলেন বিজেপি ও জেডিএস উভয় হেভিওয়েট প্রার্থীকে। জেডিএস প্রার্থী সি গোবি¨রাজের থেকে ৫৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন জামির আহমেদ।

শুধু কামরাজপেট নয়, অধিকাংশ আসনে কংগ্রেস প্রার্থীদের জয়ের ব্যবধান ৩০ হাজার থেকে ৫০ হাজার। কর্ণাটকের এই নির্বাচনে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি তেমন একটা পাত্তাই পায়নি জনগণের কাছে।

উল্লেখ্য; জামির আহমেদের এক মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ভোটের আগেই। তিনি বলেছিলেন, কর্নাটকে মুসলিমরাও অন্যান্য গোষ্ঠীর থেকে সংখ্যায় কম নয়। এটা নিয়ে বিতর্ক তৈরি করে হিন্দুত্ববাদী গেরুয়া শিবির।

২০১৮ বিধানসভায় ছিলেন ৭ জন মুসলিম বিধায়ক। সকলেই কংগ্রেস থেকে। তাদের মধ্যে থেকে পুনর্বার জয়ী হলেন কানিজ ফাতিমা, তানভির সাইত, আবদুল খাদির, রাহিম খান ও এন এ হারিস। উল্লেখ্য, কর্নাটক বিধানসভায় ১৯৭৮ সালে ছিলেন ১৬ জন মুসলিম বিধায়ক।

সূত্র : পুবের কলম

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ