মঙ্গলবার, মে ১৩, ২০২৫

দোহায় ফ্রান্স-আফগানিস্তান কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত

spot_imgspot_img

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের জন্য ফ্রান্সের চার্জ ডি অ্যাফেয়ার্স জিন মেরিন শু এবং দোহাতে আফগানিস্তানের রাষ্ট্রদূত সোহাইল শাহীনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে, আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কাবুল ও প্যারিসের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, মানবিক সহায়তা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছে উভয়পক্ষ। এছাড়াও কাবুলে প্যারিসের কূটনৈতিক দূতাবাস পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে আফগানিস্তান।

গতকাল সোমবার (১৩ মে) কাতারের রাজধানী দোহায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এক টুইটার বার্তায় কাতারে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত বলেন, “গতকাল দোহায়, আমি আফগানিস্তানের জন্য ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্স জঁ-মারিন শু-এর সঙ্গে বৈঠক করেছি। আমরা আফগানিস্তান ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, স্বাস্থ্য, মানবিক সহায়তা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তানের ইতিবাচক সম্পৃক্ততা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।”

আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ফজল-উর-রহমান ওরিয়া বলেন, “আফগানিস্তানের বর্তমান পররাষ্ট্রনীতি একটি সফল নীতি এবং এটি বহু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে। আশা করি এই কূটনীতি থেকেই খুব দ্রুতই আফগানিস্তান একঘরে অবস্থা থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একজন সক্রিয় সদস্যে পরিণত হবে।”

অন্য একজন রাজনৈতিক বিশ্লেষক মঈন গুল সামকানি বলেন, “আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টা ইতোমধ্যে ইতিবাচক ফলাফল এনেছে—বর্তমানে প্রায় ৩০টি দেশ আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক বজায় রেখেছে।”

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পলায়নের পর আফগানিস্তান থেকে কূটনৈতিক উপস্থিতি সরিয়ে নেয় প্যারিস।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img