শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় অনন্য মাত্রার মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ববাসীর চোখের সামনে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় একটি অনন্য মাত্রার মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে।

বুধবার (১২ জুন) সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক ফোরামের আলোচনার অবকাশে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ফিলিস্তিনিদের পুরো জনসংখ্যাকে সমর্থন দিয়ে যাওয়া অত্যন্ত কঠিন একটি কাজ যখন তাদের ওপর লাগাতারভাবে আগ্রাসন ও হত্যাযজ্ঞ চলছে।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, যুদ্ধের এই কয় মাসে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের অনন্য মাত্রা দেখছি। আমি জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় এই ধরনের কোনও পরিস্থিতির নজির সৃষ্টি হয়নি; এটি নজিরবিহীন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ