শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

ইরানে ইসরাইলের হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মাদ বাঘেরি, আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী।

এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ইসরাইলি এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৩ জুন) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে একজন মুখপাত্র বলেন, ‘তিনি (গুতেরেস) ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলাকালীন তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলায় বিশেষভাবে উদ্বিগ্ন।’

মুখপাত্র আরও বলেন, মহাসচিব উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং যেকোনো মূল্যে গভীর সংঘাতে ডুবে যাওয়া এড়িয়ে চলতে বলেছেন।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img