সোমবার | ১৪ জুলাই | ২০২৫

গাজ্জার যুদ্ধবিরতি আলোচনা থমকে গেছে; যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনে সৈন্য রাখতে চায় ইসরাইল

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যুদ্ধবিরতি আলোচনা থমকে গেছে। হামাসের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। যুদ্ধবিরতি হলেও দখলদাররা গাজ্জার রাফাতে তাদের সেনাদের রাখতে চায়। দখলদার ইসরাইল যদি কথিত বাফার জোনে তাদের সেনাদের রাখে তাহলে হাজার হাজার ফিলিস্তিনি যুদ্ধবিরতির পরও তাদের নিজ বাড়িতে ফিরে যেতে পারবেন না। যা হামাস কোনোভাবেই মেনে নেবে না।

রোববার (১৩ জুলাই) ফিলিস্তিনি আলোচনাকারীদের একটি সূত্র জানিয়েছেন, তিন চারটি বিষয় নিয়ে এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

যারমধ্যে- যুদ্ধবিরতি চলার সময় ইসরাইলি সেনাদের গাজ্জা থেকে সরে যাওয়া এবং ত্রাণ বিতরণ বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা চলছে। এছাড়া কথিত বাফার জোনের দোহাই দিয়ে গাজ্জার তিনদিকের সীমান্তবর্তী অঞ্চলের বিশাল অংশে নিজেদের সেনা রাখতে চায় ইসরাইল।

সেনাদের প্রত্যাহার এবং ত্রাণ সহায়তা বিতরণ নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে না পারায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামাসকে ফিলিস্তিনি বন্দিদের তালিকা নিয়ে কাজ করতে বলেছে। যাদের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হবে।

তবে হামাস এতে অস্বীকৃতি জানিয়েছে। ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেছেন, “আলোচনা ভেস্তে গেলে হামাসের ওপর দোষ চাপাতে এই পরিকল্পনা করা হয়েছে।”

সূত্র: মিডেল ইস্ট আই

সর্বশেষ

spot_img
spot_img
spot_img