সোমবার | ১৪ জুলাই | ২০২৫

ভেঙে ফেলা হচ্ছে ‘প্রজন্ম চত্বর’ নামে শাহবাগের স্থাপনা

spot_imgspot_img

রাজধানীর শাহবাগ মোড়ের ‘প্রজন্ম চত্বর’ নামে পরিচিত স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে। গত শনিবার রাতে এই স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু হয়।

রোববার (১৩ জুলাই) এখন পর্যন্ত স্থাপনাটি ভেঙে ফেলার কাজ পুরোপুরি শেষ হয়নি। কাজে অংশ নেওয়া কর্মীরা বলছে, আজ রাতের মধ্যে ভাঙার কাজ শেষ হতে পারে।

গতকাল শনিবার রাতে স্থাপনাটি ভাঙার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, এস্কেভেটর দিয়ে স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে।

কারা এটি ভাঙছে প্রথমে জানা না গেলেও পরে জানা যায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে এই স্থাপনাটি ভেঙে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে শাহবাগ মোড়ে নির্মিত স্থাপনাটি ভেঙে দিচ্ছেন তারা। সেখানে নতুন করে স্থাপনা তৈরি হবে।

জানা গেছে, ২০০৮ সালে আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে এখানে এই স্থাপনা নির্মাণ করেছিলেন। বিজ্ঞাপন প্রচারের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে প্রথমে ওই জায়গা বরাদ্দ নিয়ে নিজ খরচে সেখানে এই স্থাপনা তৈরি করেন।

এটি তৈরির পর সেখানে বসানো ডিজিটাল স্ক্রিন থেকে বিকট শব্দ আসার কারণে এবং অতিরিক্ত আলোতে মানুষের সমস্যা হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শাহবাগ জাদুঘর কর্তৃপক্ষ স্ক্রিনটি সরিয়ে ফেলার অনুরোধ জানায়। কিন্তু প্রভাব খাটিয়ে তিনি এটি সরাননি।

পরে সিটি কর্পোরেশন সেখান থেকে ডিজিটাল স্ক্রিনটি খুলে ফেলে। এরপর ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন নুরুন্নবী চৌধুরী শাওন। এটি ভেঙে ফেলার আগে কয়েক বছর ধরে এই স্থাপনা অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এখন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এটি ভেঙে সেখানে জুলাই মনুমেন্ট স্থাপনা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img