মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব এর নেতৃত্বে সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা-১২ আসনের বিএনপির নেতাকর্মীরা।
রোববার (১৩ জুলাই) শিল্পাঞ্চল থানার নাবিস্কো মোড় থেকে শুরু হয়ে সাত রাস্তা, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, ফার্মগেট ঘুরে কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে সাইফুল আলম নীরব বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। আমরা বিগত ১৭ বছর হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি। আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করব।
তিনি বলেন, আজকে দেশের মানুষ নির্বাচনমুখী তখনই একটি চক্র বিভিন্ন রকম হামলা ও চক্রান্ত করছে নির্বাচন বানচালের জন্য। মিটফোর্ডের হত্যাকাণ্ড এই চক্রান্তের অংশ। আমরা বিএনপি পরিবার এই চক্রান্ত নস্যাৎ করে দেবো।