হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীর দুয়া চেয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
আজ (১৩ আগস্ট) শুক্রবার এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, আমাদের আমীর ও উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক এবং শাইখুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী অসুস্থ অবস্থায় আছেন। তাঁর চোখের অপারেশন হয়েছে। এছাড়াও তিনি উচ্চমাত্রার ডায়াবেটিস রোগী।
আল্লামা নুরুল ইসলাম বলেন, আমরা দেশবাসীর কাছে হেফাজত আমীর আল্লামা বাবুনগরীর পূর্ণ সুস্থতা কামনায় দুয়া চাচ্ছি। আল্লাহ যেন তাঁকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করেন।