বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

ফেরিঘাট স্থানান্তর করার পরিকল্পনা করছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কার পর এবার সরকার ফেরিঘাট স্থানান্তর করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, পদ্মা সেতু পুরোপরি চালু হলে মাদারীপুরের বাংলা বাজার ঘাটের বাঁধ রক্ষায় শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাটে ফেরিঘাট স্থানান্তরের বিষয়টি পরিকল্পনায় রয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট এবং শরীয়তপুরের মাঝিরকান্দিঘাট পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সেতুতে আঘাত যেন আমাদের হৃদয়ে আঘাত উল্লেখ করে প্রতিমন্ত্রী খালিদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু এখন বাস্তবতা। পদ্মা সেতুর নিরাপত্তা অনেক বড় কথা।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং পদ্মা সেতুর নিরাপত্তার ব্রিগেড প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ