সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

আফগানিস্তানের জব্দ ব্যাংক একাউন্ট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান

আফগানিস্তানের জব্দ করা ব্যাংক একাউন্টগুলো খুলে দেওয়ার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

রবিবার (১২ সেপ্টেম্বর) পাকিস্তানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমাদ।

তিনি বলেন, আফগানিস্তানের এসব একাউন্ট জব্দ করে রাখা একটি সুচিন্তিত চিন্তার ফসল নয়। এর ফলে সেখানে মানবিক সঙ্কট সৃষ্টি হতে পারে। অন্যদিকে মাত্র আট দিনের মধ্যে আফগানিস্তান স্ক্যান্ডিনেভিয়া হয়ে উঠুক- এমনটা প্রত্যাশা করে বিশ্ব।

তিনি আরও বলেন, গত শনিবার দুটি সুপারপাওয়ারসহ আটটি দেশের গোয়েন্দা প্রধানরা পাকিস্তান সফর করেছে।

শেখ রশিদ আহমাদ বলেন, আফগানিস্তানে পাকিস্তানের স্বার্থ হলো শুধু শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতি সাধন।

শেখ রশিদ আহমাদ আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা মার্কিনিদের সঙ্গে তালেবান ভাইদেরকে আলোচনার টেবিলে বসিয়েছি। কোনো চুক্তি ছাড়াই আফগানিস্তান ছেড়ে গেছে আমেরিকা। পাকিস্তানও কোনো চুক্তি স্বাক্ষর করেনি। আমরা তালেবানকে কোনো কিছুতেই নির্দেশনা দিই না। তবে আমরা শুধু শান্তির পক্ষে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img