বাংলাদেশে হিন্দুরা বিপদ ঘাড়ে নিয়ে ঘুরছে বলে অভিযোগ করেছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
শনিবার (১২ অক্টোবর) ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে অনুষ্ঠিত এক র্যালিতে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
আরএসএস প্রধান বলেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরা বিপদ ঘাড়ে নিয়ে ঘুরছেন। নিজেদের রক্ষার জন্য দেশটির হিন্দুরা এখন এগিয়ে এসেছেন। ভারত সরকার এবং বিশ্বের সব প্রান্তের হিন্দুদের সহায়তার প্রয়োজন পড়বে তাদের।
বাংলাদেশের জন্য ভারতকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, বাংলাদেশে এই বয়ানও প্রচার করা হচ্ছে যে, ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য তাদের পাকিস্তানের সঙ্গে হাত মেলানো উচিত।











