গাজ্জায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজ্জা শান্তি সম্মেলনে’ উপস্থিত থাকবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
রোববার (১২ অক্টোবর) প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিৃবতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আল-সিসি তাকে সম্মেলনে আসার নিমন্ত্রণ দিয়েছেন। সেই নিমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে সম্মেলনে যাবেন তিনি।
মিসরের প্রেসিডেন্ট ও ট্রাম্পের গাজ্জা শান্তি সম্মেলনে আরও যোগ দিচ্ছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জর্ডানের রাজা আবদুল্লাহ ২, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাৎর্স, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।
সূত্র : বিবিসি