শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

এরদোগানের বাড়ির ছবি তুলে ইসরাইলি ‘গুপ্তচর’ দম্পতি গ্রেফতার

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের বাড়ির ছবি তোলার পর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য এক দম্পতি ও তুরস্কের এক নাগরিককে আটক হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) ইস্তাম্বুলের কামলিকা টাওয়ার থেকে তারা ছবি তোলে বলে ডেইলি সাবার খবরে বলা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, টাওয়ারের রেস্টুরেন্ট সেকশনের এক কর্মচারী ওই ইসরাইলিদের ছবি তুলতে দেখেন। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাওয়া হয়।

কারাগারে নেওয়ার আগে আটকদের জিজ্ঞাসাবাদ করেন ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর অফিসের কর্মকর্তারা।

কর্তৃপক্ষ জানান, তিন সন্দেহভাজনের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

সম্পতি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অপরাধে কমপক্ষে ১৫ গুপ্তচরকে আটক হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ