বৃহস্পতিবার | ১৩ নভেম্বর | ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি আদেশ জারির পর তার গেজেট প্রকাশিত হয়।

এই আদেশের ভিত্তিতে গণভোট হবে। গণভোটে যেসব বিষয় থাকবে তা এই আদেশে উল্লেখ করা হয়েছে। গণভোটের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে বলেও আদেশে জানানো হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে।

এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন দেওয়া হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img