বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরানের বিক্ষোভকারীদের ট্রাম্পের আহ্বান; রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করুন

ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক হিসেবে অভিহত করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের নির্দেশনাও দেন তিনি।

তিনি বলেন, ‘ইরানি দেশপ্রেমিকেরা, প্রতিবাদ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করুন!!! খুনি এবং নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ট্রাম্পের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘প্রতিবাদকারীদের হত্যা করা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সাহায্য আসছে।’

ট্রুথ সোশ্যালে এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরে সাংবাদিকেরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, নিজের পোস্টে ‘সহযোগিতা আসছে’ বলতে কী বুঝিয়েছেন তিনি।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি দুঃখিত (আপনাদের এ ব্যাপারে বলতে পারব না)। আপনাদের এটা খুঁজে বের করতে হবে।’

এরপর একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযান সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে হতাহতসংক্রান্ত যাচাইকৃত তথ্য এখনো যুক্তরাষ্ট্রের হাতে আসেনি। মূলত এ কারণেই ইরানে সম্ভাব্য হামলার ব্যাপারে এখন পর্যন্ত স্থির সিদ্ধান্তে আসতে পারেনি ওয়াশিংটন।

সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এখনো (হতাহতের) সঠিক সংখ্যা জানি না…যদিও বুঝতে পারছি যে এই সংখ্যা নেহায়েত কম নয়, কিন্তু এখনো আমরা নিশ্চিত কোনো তথ্য পাইনি।’

সূত্র: সিবিএস নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ