আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধ করেনি বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক ইশতিয়াক আজিজ উলফাত।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বলতেন তার দল মুক্তিযোদ্ধার দল। আর বাকি সব দল মুক্তিযোদ্ধাদের বিরোধী দল। শহীদ জিয়াউর রহমান দেশের জন্য, জাতির জন্য নয় মাস যুদ্ধ করলেন। আওয়ামী লীগ তাকে বানিয়ে দিল আইএস’র (পাকিস্তানি) এজেন্ট। শেখ মুজিব পাকিস্তানে গিয়ে বহাল তবিয়তে ৯ মাস চুরুট খেলো উনি হলেন মুক্তিযোদ্ধা।
বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলায় আবদুস সালাম হলে বিজয় রাকিন সিটিস্থ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইশতিয়াক আজিজ উলফাত বলেন, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ অবহেলিত গোষ্ঠী। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি নিজেদের জন্য কিছু চাইনি।
তিনি বলেন, ২৪’ জুলাই আন্দোলন হল মুক্তিযোদ্ধা ৫% কোটার বিরুদ্ধে। আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের কোটার কোনো সুবিধা দেয়নি পতিত আওয়ামী লীগ সরকার। বরং আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে তারা মুক্তিযোদ্ধা কোটার সকল সুযোগ-সুবিধা নিয়েছে।
ইশতিয়াক আজিজ তার লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফ্লাট নির্মাণের উদ্যোগ থাকলেও সুকৌশলে একটি সংঘবদ্ধ চক্র রাকিন নামের কোম্পানির মাধ্যমে অবৈধ চুক্তি করে ফ্লাট নির্মাণ করে। প্রকল্পটির ১৯৫০ টি ফ্লাটের মধ্যে মাত্র ৮৭০টির বরাদ্দ দেওয়া হয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সদস্যদের নামে।
তিনি বলেন, এই ৮৭০টি ফ্লাটের মধ্যে মাত্র ৩২ জন প্রকৃত মুক্তিযোদ্ধা ৪৯ টি ফ্লাট বরাদ্দ পান। বাকী ফ্লাট ভুয়া মুক্তিযোদ্ধা ও দুর্নীতিবাজ আমলা, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা নিজের ও পরিবারের সদস্যদের নামে ভাগবাটোয়ারা করে নেয়।
তিনি আরও বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অমুক্তিযোদ্ধাদের দখলে থাকা এসব প্লট-ফ্লাটের বরাদ্দ বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।











