শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

পুলিশের গাড়ি খাদে পড়ে কনস্টেবলের মৃত্যু, আহত ৪

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নাজমুল হাসান (৫০) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা পুলিশের একজন এসআই ও আরো তিন কনস্টেবল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজনিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাঁচজন সদস্য ডিউটির উদ্দেশ্যে গাড়িতে রওনা দেন। পথিমধ্যে সোয়াজানিয়া রিংভং এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কনস্টেবল নাজমুল হাসান মারা যান।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিউটির সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে এক কনস্টেবল নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img