বুধবার, মে ১৪, ২০২৫

ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৩ মে) রিয়াদে অনুষ্ঠিত সৌদি–মার্কিন বিনিয়োগ ফোরামে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি এ আহ্বান জানান।

ট্রাম্প বলেন, আমার দৃঢ় প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং এমনকি স্বপ্ন—সৌদি আরব শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। এটি আপনার দেশের জন্য এক বিশাল মর্যাদার বিষয় হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আব্রাহাম অ্যাকর্ডসকে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য একটি দারুণ সাফল্য আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এই উদ্যোগ ছিল শান্তির জন্য, এবং তা অত্যন্ত সফলভাবে অগ্রসর হচ্ছিল। এ সময় তিনি বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করেন যে, তারা এই উদ্যোগ এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে।

প্রথম মেয়াদে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। যদিও সৌদি আরব এখনো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি, তবে বিগত কয়েক বছরে এ বিষয়ে গোপন আলোচনার খবর প্রকাশ পেয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img