সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকের আখড়া বানিয়ে রেখেছে একটা প্রগতিশীল গোষ্ঠী বলে মন্তব্য করেছন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ক্যাম্পাসের অধীনে নয়। শাহবাগ থানার অধীনে। এটাকে মাদকের আখড়া বানিয়ে রেখেছে একটা ‘প্রগতিশীল’ গোষ্ঠী।
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনার পর বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
হাদি বলেন, যখন প্রধান দাবি হওয়ার কথা সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের, উদ্যানের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় যখন ঘেরাও হওয়ার কথা শাহবাগ থানা, তখন এসব বাদ দিয়ে শুধু ভিসির পদত্যাগের রাজনীতি দেশের মানুষ বোঝে। যেই মায়ের সন্তান গেছে, সে বুঝতেছে যন্ত্রণা! আমরা অতিদ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আল্লাহর ওয়াস্তে লাশের রাজনীতি কইরেন না।