বুধবার, মে ১৪, ২০২৫

সংসদ নির্বাচনে ১০০ আসন চান নারীরা

spot_imgspot_img

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০ নারী সংসদ সদস্যের দাবি জানিয়েছেন উইমেন অ্যান্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) প্রতিষ্ঠাতা সভানেত্রী নাসরিন ফাতেমা আউয়াল।

বুধবার (১৪ মে) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে শেষে নাসরিন ফাতেমা আউয়াল এ কথা বলেন।

নাসরিন আওয়াল বলেন, আমরা সিইসির সঙ্গে দেখা করলাম। কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে আসন্ন নির্বাচনে নারীর ক্ষমতায়ন। নারীকে সেইভাবে নির্বাচনে সম্পৃক্ত করা হয় না। আমরা চাই সমস্ত নারীরা অংশগ্রহণ করুক। নারীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। অনেক দিন নারী-পুরুষ ভোট দিতে পারি নাই। এবার সবাই সমানভাবে ভোটে অংশ নিতে চাই। ভোট এমনভাবে হবে নারী-পুরুষরা যেন এক সঙ্গে ভোট দিতে পারে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে নারীর জন্য ১০০টি আসন চাই। আমরা দেশের জন্য কাজ করছি। আমাদের যেন সমানভাবে সুযোগ দেওয়া হয়। পুরুষদের মাইন্ড সেট চেঞ্জ করতে হবে। আমরা মনে করি নারীদের সব জায়গায় সুযোগ-সুবিধা দিতে চাই। নারীরা পুরুষের পাশে কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে চাই। আমরা সামনেও যেতে চাই না আমরা পেছনেও যেতে চাই না।

সিইসিকে লিখিত প্রস্তাব দেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ১০০ আসনের বিষয়ে লিখিত দেইনি এটা মৌখিকভাবে সিইসিকে জানিয়েছি। তবে লিখিতভাবে বলেছি আসন্ন ভোটে আমাদের পর্যবেক্ষক হিসেবে যেন রাখা হয়। সিইসি আমাদের সব কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছেন। নারীর বৈষম্য দেখতে চাই না। আমরা শুনতে চাই নারীর বৈষম্য শেষ হয়েছে। সংসদে নারী খুবই কম। নারীরা সংসদে না এলে নারী সমাজ সামনে যেতে পারবে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img