বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

দায়েশকে অর্থায়নের অভিযোগে তুরস্কে ৪ জন গ্রেফতার

মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুল শহর জুড়ে একটি সিরিজ অভিযান চালায় দেশটির সন্ত্রাসবিরোধী ইউনিট। এ অভিযানে নিষিদ্ধ সংগঠন দায়েশের তহবিলে অর্থ পাঠানোর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

উল্লেখ্য; ২০১৩ সালে তুরস্ক দায়েসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এরপর থেকে দায়েসের পক্ষ থেকে তুরস্কের বিভিন্ন স্থানে কমপক্ষে দশটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এসব বোমা হামলায় ৩০০ জনেরও বেশি লোক নিহত হয় এবং শতাধিক আহত হয়।

এদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী এপ্রিল মাসে তুরস্কের অর্থনীতির মোট টার্নওভার ৩.৬% বৃদ্ধি পেয়েছে।

‘তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউট’ জানিয়েছে, নির্মাণ খাত ও বিভিন্ন পরিষেবা খাতে তুরস্কের অর্থনীতি যথাক্রমে ৬.৩% এবং ৪.১% বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাণিজ্য ও শিল্প খাতে টার্নওভার যথাক্রমে ৩% ও ৩.৯% বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ