মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

মিনা গমনের মধ্যদিয়ে পবিত্র হজ্বের মূলপর্ব শুরু করছেন হাজ্বিগণ

সৌদি আরবে আজ ইয়াউমুত তারবিয়া বা আরবি জিলহজ্ব মাসের ৮ম দিন। মিনা গমনের মধ্যদিয়ে এদিন থেকে পবিত্র হজ্বের মূলপর্বের সূচনা ঘটে।

হজ্ব পালনের নিয়ম অনুসারে ৮ জিলহজ্ব ইহরাম বেঁধে কিংবা ইহরাম অবস্থায় মিনা গমনের মধ্যদিয়ে হাজ্বিগণ হজ্বের মূলপর্বের ইবাদাত শুরু করেন। আদায় করেন যোহর, আছর, মাগরিব, এশা ও ফজরের নামাজ।

মাগরিবের নামাজ আদায়ের পূর্বে সূর্য অস্ত যাওয়ার মধ্যদিয়ে প্রবেশ ঘটে ৯ জিলহজ্বের। নিয়ম অনুসারে ৯ জিলহজ্বের রাত্রিটি হাজ্বিদের মিনার খোলা মাঠে কাটাতে হয়। মিনা পরিণত হয় হাজ্বিদের তাবুর শহরে।

এসব ছাড়া এদিনের বিশেষ কোনো আমল নেই। তবে এদিন বেশি বেশি জিকির ও এস্তেগফারের পাশাপাশি তালবিয়া (লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক….) পাঠ করা ও বিশ্রাম নেওয়া মুস্তাহাব।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img