বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

পানির খোঁজে যাওয়া ৬ ফিলিস্তিনি শিশুকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জার মধ্যাঞ্চলে পানি সংগ্রহ করতে অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ৬ শিশুসহ অন্তত ১০ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গাজ্জায় খাবার ও পানির তীব্র সংকটের মধ্যেই ইসরাইল এ হত্যাযজ্ঞ চালাচ্ছে।

রোববার (১৩ জুলাই) সংঘটিত এই হামলার ঘটনায় ‘প্রযুক্তিগত ভুল’ দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

ঘটনাটি ঘটেছে মধ্য গাজ্জার নুসেইরাত শরণার্থীশিবিরে একটি পানি সরবরাহকেন্দ্রে। গাজ্জার জরুরি পরিষেবা কর্মকর্তারা নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। হামলায় নিহতদের দেহ নুসেইরাতের আল-আওদা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, আরও ১৬ জন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে বিগত কয়েক মাসে প্রায় ১০ বার পানি সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালাল দখলদাররা।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি পানির ট্যাংকারের পাশে খালি কনটেইনার নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন অনেক ফিলিস্তিনি। সে সময় তাদের ওপর একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

গাজ্জার চিকিৎসা সূত্র থেকে জানা গেছে, পানি সংগ্রহ করতে যাওয়া ১০ জনসহ রোববার ইসরাইলের হামলায় উপত্যকাটিতে মোট ৫৯ জন নিহত হয়েছেন। আর আগের দিন শনিবার নিহত হয়েছেন অন্তত ১১০ জন। এর মধ্যে ইসরাইল ও আমেরিকা পরিচালিত গাজ্জা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রে খাবারের আশায় গিয়ে হামলায় নিহত হন ৩৪ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলের শুরু করা যুদ্ধে এ পর্যন্ত ৫৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ভূখণ্ডটির প্রায় পুরো জনসংখ্যাই বাস্তুচ্যুত হয়েছে। সেখানে খাবার, জ্বালানি, চিকিৎসাসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য জিনিসের তীব্র সংকট চলছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img