বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা থেকে ৩৬০ জন চিকিৎসককে তুলে নিয়ে গেছে ইসরাইল

গাজ্জায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৬০ জন চিকিৎসা কর্মীকে তুলে নিয়ে গেছে ইহুদিবদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। আটককৃতরা করুণ ও মানবেতর জীবনযাপন করছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালটি এক বিবৃতিতে জানিয়েছে, আটককৃতদের মধ্যে চিকিৎসকও রয়েছেন, যা হাজার হাজার আহত ফিলিস্তিনিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে।

বন্দী চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে দখলদারদের আচরণকে অপরাধী করে তোলা এবং তাদের মুক্তির জন্য চাপ প্রয়োগের জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজ্জাজুড়ে কমপক্ষে ১ হাজার ৪০০ স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কর্মীকে হত্যা করেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img