আকাশসীমা লঙ্ঘন করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ। ইসরাইলি হামলার পর কাতারের প্রতি সমর্থন জানাতে সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় আরব-ইসলামিক বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জরুরি এই সম্মেলনে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলো অংশ নিচ্ছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মধ্য দিয়ে খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেছেন, ‘‘এই সম্মেলনের বার্তা হলো কাতার একা নয়, আরব ও ইসলামি দেশগুলো তার পাশে রয়েছে।’’
গত সপ্তাহে দোহায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরাইলের হামলার ঘটনায় কাতারের প্রতি সমর্থন জানাতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। হামাস বলেছে, ওই হামলায় তাদের পাঁচজন সদস্য নিহত হয়েছেন। তবে সংগঠনের শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন।
ইসরাইলি ওই হামরার ঘটনা ঘিরে আমেরিকার মিত্র উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে; যা সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইসরাইলের মধ্যে সম্পর্কে টানাপোড়েন আরও বাড়িয়েছে। ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত।
সূত্র: রয়টার্স