শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

উত্তর ইসরাইলে একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হমলা চালিয়েছে ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চার সেনা নিহত ও ৬১ সেনা আহত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হাইফার দক্ষিণে বিনইয়ামিনা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। আহতদের মধ্যে ৭ সেনার অবস্থা গুরুতর।

এদিকে এ হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তেলআবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, হামলায় ৬১ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা বেশি গুরুতর।

আহতদের মধ্যে অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদের তেল হাশোমার, হাইফা, আফুলা এবং নেতানিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ