বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

সুদানে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ৫ জন নিহত

সুদানে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। এবং কাঁদানে গ্যাস ছুড়লে ক্যানিস্টারের আঘাতে আরও একজনের মৃত্যু হয়।

এদিকে নিহতের বিষয়টি অস্বীকার করেছে সুদানের পুলিশ।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বার্তায় বলা হয়, সংঘর্ষে ৩৯ জন পুলিশ গুরুতর আহত হয়েছেন।

গত ২৫ অক্টোবর সুদানের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

এ ঘটনার পরপরই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ