শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে বন্দুক হামলায় ইহুদি ধর্মগুরু নিহত

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনায় জায়োনিস্ট মুভমেন্টের (ইহুদিবাদী আন্দোলনের) ধর্মীয় শাখার প্রতিনিধি দলের প্রধান রাব্বি এলি শ্লাঙ্গার নিহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) কুদস নেটওয়ার্কের এক এক্স বার্তায় একথা জানানো হয়।

এতে ইসরাইলী গণমাধ্যমের বরাতে বলা হয়, জায়োনিস্ট মুভমেন্টের ধর্মীয় শাখা চাবাদের প্রতিনিধি দলের প্রধান রাব্বি এলি শ্লাঙ্গার নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলায় তিনি নিহত হোন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, আজকের ঘটনায় মোট ১০ জন নিহত ও অসংখ্য লোক আহত হয়েছেন।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিকালে কয়েকজন বন্দুকধারী অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে এসে আচমকাই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে লোকজন হন্য হয়ে ছুটে পালাতে থাকে। ভিডিওতে বেশ কয়েকটি তরতাজা লাশ পড়ে থাকতেও দেখা যায়।

ভিডিওতে ২জন বন্দুকধারীকে দেখা যায়। যাদের একজন সৈকতের নিকটে একটি ব্রিজ থেকে এবং অপরজন নীচে একটি খুটির আড়াল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ছিলো। নীচের জনকে কৌশলে ধরা সম্ভব হলেও উপরের জন গুলি চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে, সিডনির নিরাপত্তা রক্ষীদের গুলিতে ব্রিজের উপরে থাকা সদস্য নিহত হয়ে লুটিয়ে পড়েছেন। এসময় তার পাশে অপর এক নিরাপত্তা রক্ষীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

সিডনির বন্ডি সৈকত বিশ্বের জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর অন্যতম। সাধারণ লোকজন ও পর্যটকদের পাশাপাশি আজ এতে শত শত ইহুদি ও ইহুদিবাদী লোকজনের আগমন ঘটেছিলো। ইহুদি ধর্মীয় উৎসব হানুকা পালনের উদ্দেশ্যেই মূলত সৈকতে তাদের আগমন ঘটেছিলো।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল এই হামলার ঘটনায় নিন্দা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

গাজ্জা, লেবানন সহ কয়েকটি দেশে নিয়মিত গণহত্যা ও হত্যাযজ্ঞ পরিচালনা করা অবৈধ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী আইজ্যাক হারজগ হানুকা উৎসব পালনে সমুদ্র সৈকতে যাওয়া ইহুদি জনগোষ্ঠীর উপর হামলাকে জঘন্য ও সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ