শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

আমাদের ভূখণ্ড কখনো বাংলাদেশ বিরোধী কাজে ব্যবহার হয়নি: ভারত

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশ বিরোধী কাজে ব্যবহার হয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগের জবাবে প্রতিবেশি এই দেশটি বলেছে, তাদের ভূখণ্ড কখনোই বাংলাদেশ-বিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়নি।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করার পর ভারত সরকার এই বক্তব্য দিয়েছে।

এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ভারতের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো কার্যকলাপের জন্য কখনোই ব্যবহৃত হয়নি।’ পাশাপাশি তারা বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ‘বাংলাদেশে একটি মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ।’

ভারত আশা প্রকাশ করেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষা করে নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করবে।

এর আগে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় হাইকমিশনারকে তলব করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ভূখণ্ড থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত ও পরিচালনায় সহায়তা করছে।

বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, শেখ হাসিনা নিয়মিতভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে তার সমর্থকদের সহিংস কার্যক্রমে উৎসাহিত করছেন, যা দেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি সৃষ্টি করছে।

দ্বিপাক্ষিক সম্পর্কের এই নতুন টানাপোড়েন আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে, ভারত যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে। অন্যদিকে ভারত জোর দিয়ে বলেছে যে, তারা বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সমর্থক।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ