জুলাই যোদ্ধাদের নিয়ে বিশোদগার ও জুলাই বিপ্লবে গণহত্যার পক্ষ নিয়ে নানা ধরনের আপত্তিকর পোস্ট দেওয়া সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবি পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে তাকে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নেয়। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছে আনিস।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একজন ডিসি গনমাধ্যমকে জানান, আনিস আলমগীরকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
তার বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের নিয়ে বিশোদগার ও জুলাই বিপ্লবে গণহত্যার পক্ষে নানা ধরনের পোস্টের অভিযোগে অনেক ধরে তাকে গ্রেপ্তারের দাবি করে আসছে বিভিন্ন সংগঠন।










