সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

দুই দিনের ব্যবধানে বাড্ডায় ফের চলন্ত বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা

মাত্র দুই দিনের ব্যবধানে ফের রাজধানীর বাড্ডায় বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেওয়া হয়।

বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে ১২ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় সন্ত্রাসীরা। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img