সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

হাদিকে সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল দুপুরে ঢাকা থেকে উড্ডয়নের অনুমতি চেয়েছে

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সিঙ্গাপুর নেওয়া হবে। তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল দুপুর দেড়টায় ঢাকা থেকে উড্ডয়নের অনুমতি চেয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের দায়িত্বশীল জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণ ও দুপুর দেড়টায় ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের অনুমতি চেয়েছে। হাদির সঙ্গে কে কে যাচ্ছেন, এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তার শারীরিক অবস্থা এখনও খুবই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img