ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, পূর্ব প্রশাসনের সময় থেকে বাকি থাকা দাবী, জামানত ও বীমা সংক্রান্ত ঋণ পরিশোধের কাজ শুরু হয়েছে। এই ঋণগুলি অভ্যন্তরীণ ব্যক্তিগত কোম্পানি ও বাস্তব ব্যক্তিদের জন্য প্রযোজ্য।
মন্ত্রণালয় জানিয়েছে, “এ পর্যন্ত প্রায় ১৭ হাজার চুক্তিভিত্তিক ঋণ যাচাই ও নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ এগুলো এখন সরকারি বাজেট থেকে পরিশোধের জন্য চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত।”
মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই-বাছাই ও চূড়ান্ত অনুমোদিত ১৭ হাজার চুক্তিভিত্তিক ঋণ থেকে মোট ৩.৩ বিলিয়ন আফগানি (৫০.৪ মিলিয়ন মার্কিন ডলার) পরিশোধ করা হয়েছে।
এই পরিশোধ মার্চ ২০২৩ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত ধাপে ধাপে করা হয়েছে এবং অর্থ সরাসরি রাষ্ট্রের সাধারণ বাজেট থেকে এসেছে।
আগে আফগানিস্তান বিদ্যুৎ কোম্পানি জানিয়েছিল, তারা পূর্ব প্রশাসনের বাকি ঋণ থেকে কয়েক মিলিয়ন ডলারও পরিশোধ করেছে।
সূত্র: হুরিয়াত রেডিও











