বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানের শাসনব্যবস্থা ইসলামী শরিয়াহ অনুযায়ী চলছে: মাওলানা মুজাহিদ

ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের মধ্যে বিভাজন রয়েছে বলে দাবি করা বিবিসির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান।

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, এ ধরনের দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা বলেন।

মাওলানা মুজাহিদ বলেন, ইমারাতে ইসলামিয়ার অভ্যন্তরীণ কাঠামোর ভেতরে কোনো ধরনের মতবিরোধ নেই।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার শাসনব্যবস্থার আওতায় পরিচালিত সব বিষয় ও কার্যক্রম সম্পূর্ণভাবে ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালিত হয়। সেখানে কোনো ধরনের মতবিরোধের সুযোগ নেই।

আফগান মুখপাত্র বলেন, ঐক্য ও সংহতির গুরুত্ব নিয়ে কর্মকর্তাদের দেওয়া বক্তব্য, কিংবা কিছু ক্ষুদ্র বিষয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও, তা কখনোই বিভাজন বা মতবিরোধের অস্তিত্ব নির্দেশ করে না।

তিনি আরও জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়ার ভেতরে শক্তিশালী ঐক্য, আনুগত্য ও সুদৃঢ় সংহতি বিদ্যমান রয়েছে এবং কোনো ধরনের বিভাজন নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ