অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে বৈঠক করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) মিশরের রাজধানী কায়রোতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে, গাজ্জায় অবিলম্বে একটি যুদ্ধবিরতির জন্য চুক্তি ও দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বর্বরতা বন্ধের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এর আগে কায়রো বিমান বন্দরে পৌঁছে এরদোগান বলেন, “গাজ্জায় ফিলিস্তিনিদের বাড়িঘর, মসজিদ, স্কুল কলেজসহ সেখানকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভবনে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরাইল। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক আইন অথবা বিভিন্ন দেশের জানানো কোন নিন্দার পরোয়া করেনি।”
এরদোগান আরো বলেন, গাজ্জা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া তুরস্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ।
তিনি আরো বলেন, গাজ্জা পুনর্গঠনে মিশরের সাথে সহযোগিতা ও কাজ করছে আঙ্কারা।
সূত্র: মিডল ইস্ট মনিটর











